নদী, হাওর, বিলের নানা দেশীয় ছোট মাছ নিয়ে আমাদের এই ক্যাটাগরি। এখানে পাবেন দারুণ মজার দেশীয় ছোট মাছ। এমন কিছু রেয়ার আইটেম যা হয়তো লোকাল বাজার গুলোতে এখন আর পাওয়া যায় না, এছাড়া, এমন কিছু আইটেম যা আপনি হয়তো ছোটবেলায় খেয়েছেন, এখন আর খূঁজে পান না, সেইরকম মাছগুলোও পাবেন আমাদের কাছে।
ছোট মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাবারে ছোট মাছ রাখা জরুরী। নন ফ্রোজেন মাছ, ফরমালিনমুক্ত।